
অরবিন্দ পোদ্দার, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভুমি অফিস চত্তর থেকে একটি র্যালী বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে অডিটরিয়ামে এসে এক আলোচনা সভায় মিলিত হন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি সমাপ্তি রায়'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহ'র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আ: ওয়াহেদ খান, নলছিটি থানা অফিসার ইনচার্য (ওসি) মোঃ মুরাদ আলী, সাবেক জেলা পরিষদ সদস্য খন্দকার মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শেখ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের তহসিলদার, উদ্যোক্তা ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন ভুমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের ফলে ভূমি সংক্রান্ত যে কোন কাজ এখন খুব সহজে নিজের কাজ নিজেই করা যাবে। শনিবর ৮জুন থেকে ১৪জুন ২০২৪ পর্যন্ত ৭দিন গ্রাহকদের যাবতীয় সেবা তাৎক্ষণিক ভাবে প্রদান করা হবে বলেও তাঁরা জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.