ওমর ফারুক
শাহরিয়ার শাকিল,বড়লেখা প্রতিনিধিঃ
জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমানসহ তার পরিবারের চার জনের উপর পাশের বাড়ির দুর্বৃত্তদের ন্যাক্কারজনক হামালার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে নিসচা বড়লেখা উপজেলা শাখা। আজ সকালে তাদের উপর এই ন্যাক্কারজনক হামলা হয়।
আজ বিকেল ৩ টায় নিসচা বড়লেখা শাখার দপ্তর সম্পাদক এনাম উদ্দিনের মাধ্যমে বর্বরোচিত ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দরা বলেন, পাশের বাড়ির দুর্বৃত্তদের দ্বারা নিসচা’র যুগ্ম সাধারণ সম্পাদক, সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও সুপরিচিত ক্রীড়া ধারাভাষ্যকার অত্যন্ত নম্র-ভদ্র আহমেদ নোমানসহ তার পরিবারবর্গের উপর বর্বরোচিত হামলার ঘটনায় নিসচা পরিবার মর্মাহত।
সরেজমিনে গিয়ে জানা যায় এই ন্যক্কারজনক হামলায় আহমেদ নোমানের বড় ভাইয়ের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং আহমেদ নোমানের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকেও উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করার পরিকল্পনা করছে তার আত্মীয় স্বজন।
এই মর্মান্তিক ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা সবিনয় আবেদন করছি এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গদের সুদৃষ্টি কামনা করছি।

