
নিউজ ডেস্ক:
আজ সোমবার (১০ জুন) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পায়ের তলায় মাটি নেই। নতজানু পররাষ্ট্রনীতির কারণে অভিন্ন নদীর পানির হিস্যাসহ কোন দাবিই আদায় করতে পারেনি। সীমান্তে গুলি করে বাংলাদেশী হত্যা করলেও সরকার প্রতিবাদ জানাতে পারে না।
মির্জা ফখরুল বলেন, ভারতের মতো বাংলাদেশেও জনগণ ভোট দিয়ে নিজেদের পছন্দমতো প্রতিনিধি বেছে নিতে পারবে। নির্বাচন কমিশন ও আদালত স্বাধীনভাবে কাজ করতে পারবে সেই লক্ষ্যেই আন্দোলন করছে বিএনপি। ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের সেই আকাঙ্ক্ষাকে মর্যাদা দেবে এবং সেভাবেই কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.