
স্পোর্টস ডেস্ক:
আর কোনো কিছু পাওয়ার আক্ষেপ নেই লিওনেল মেসির ,আর্জেন্টিনার হয়ে সোনালি ট্রফি জয় করে সব আক্ষেপ পূর্ণ করেছেন তিনি। তাইতো আগের মতো খুব একটা চাপ নিয়ে খেলেন না মেসি। মেসি ভক্তদেরও তাই তেমন কোনো আক্ষেপ নেই বললেই চলে।
অর্জনের ঝুলি পূর্ণ হওয়ায় আর্জেন্টাইন এই ফরোয়ার্ড যেনো শান্তিপূর্ণভাবেই নিজের ক্যারিয়ারের ইতি টানতে চাচ্ছেন।এর আগে অবসরের বিষয় নিয়ে কিছুই খোলাখুলি বলেননি মেসি।
তবে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানান, শেষটা বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতেই করতে চান তিনি।
মেসি বলেন, 'আমি মনে করি, এটাই (ইন্টার মায়ামি) আমার শেষ ক্লাব হতে চলেছে। যদিও ফুটবলকে বিদায় বলে দিতে আমি প্রস্তুত নই। অবসর নিয়ে চিন্তা করি না আমি। নিজেকে উপভোগের চেষ্টা করি এবং এ কারণে আমি সব কিছু আরও বেশি করে উপভোগ করতে পারছি। কেননা, চলার পথটা যে ক্রমেই ছোট হয়ে আসছে, সে বিষয়ে সচেতন আমি। ইউরোপ থেকে এখানে আসা কঠিন সিদ্ধান্ত ছিল। বিশ্ব চ্যাম্পিয়ন বলেও ভিন্নভাবে দেখতে পেরেছিলাম। আমি ফুটবল খেলতে ভালোবাসি। অনুশীলন উপভোগ করি, জীবনের প্রতিটি দিন, ম্যাচগুলো। আবার ভয়ও পাই, কারণ এটা থেমে যাবে ভেবে। '
বর্তমানে মেসি কোপা আমেরিকার প্রস্তুতি নিচ্ছেন। এর পরপরই শুরু হবে অলিম্পিক। আর্জেন্টিনা যুব দলের কোচ হাভিয়ের মাচেরানো সেই টুর্নামেন্টে তাকে খেলাতে চেয়েছিলেন। কিন্তু সেটি সম্ভব নয় বলে জানিয়েছেন মেসি।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'মাচেরানোর সঙ্গে কথা বলেছি এবং সত্যিটা হলো আমরা দুজনই পরিস্থিতি বুঝতে পেরেছি। এই মুহূর্তে অলিম্পিক নিয়ে ভাবা কঠিন কাজ, কারণ আমরা এখন কোপা আমেরিকা নিয়ে ভাবছি। এটা হলে দুই বা তিন মাস ক্লাব থেকে বিচ্ছিন্ন থাকব। আর সবার উপরে আমার বয়স। এখন যে অবস্থায় আছি এমন না যে, সব কিছুতে থাকতে পারব। আমাকে সতর্কতার সঙ্গে বেছে নিতে হবে। টানা দুটি টুর্নামেন্টে খেলা খুব কঠিন হবে। অলিম্পিকে খেলতে পারা ও জেতা আমার জন্য সৌভাগ্যের হবে। ফুটবলের দিক থেকে এটা অসাধারণ অভিজ্ঞতা হবে। অলিম্পিক, অনূর্ধ্ব-২০, এই স্মৃতিগুলো আমি কখনো ভুলব না। '
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.