
নিউজ ডেস্ক:
শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন , সরকারের সৎসাহস আছে বলেই, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে রিমান্ডে নেয়া হয়েছে।
তিনি বলেন, সাইদুল করিম মিন্টুর গ্রেফতারের মধ্যদিয়ে এমন একটি উদাহরণের সৃষ্টি হয়েছে যা এরশাদ কিংবা বিএনপির আমলে ছিলো না।
তিনি বলেন, মামলা হওয়ার আগে বা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না। কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে যে, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু আজকে রিমান্ডে। এমন উদারহণ এরশাদ বা বিএনপি আমলে এ দেশে ছিল না। আওয়ামী লীগের বিচার করার সৎসাহস আছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.