
ইয়াসিন আলী, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ এর বিতরণ করা চালের স্লিপ না পেয়ে ক্ষোভে বউকে তালাক দিয়েছেন স্বামী। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের শাহবাজার এলাকায়। ১০ কেজি চালের স্লিপ না পেয়ে এক সন্তানের জননী কে তালাকের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।
এলাকাবাসী জানায়, বুধবার সকালে ভিজিএফ এর চালের স্লিপ বিতরণের জন্য সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার একরামুল হক এলাকায় আসেন। তিনি এলাকার দুস্থ গরিব মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে চালের স্লিপ বিতরণ করেন এবং ইউনিয়ন পরিষদ থেকে চাল সংগ্রহের জন্য বলে যান। ওই এলাকার নেহালম মিয়ার ছেলে আনছারুল হক (৩০)এসময় বাড়িতে না থাকায় মেম্বারের সাথে তার দেখা হয়নি। বাড়ি ফিরে আনসারুল হক জানতে পারেন মেম্বার তার বাড়িতে চালের স্লিপ দেয়নি। স্লিপ না পেয়ে বউয়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগে ক্ষোভে তার স্ত্রীকে তালাক দেন তিনি।
ভুক্তভোগী ওই নারী জানান, আমার স্বামী দিনমজুরি কাজ করে। সকালে কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু কাজ না পেয়ে দুপুরের দিকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আমার কাছে জানতে চায় মেম্বার চালের স্লিপ দিয়েছে কিনা। চালের স্লিপ দেয়নি বলার সাথে সাথে সে আমার উপর চড়াও হয়। আমার চুলের মুঠি ধরে মারধর করতে থাকে এবং একপর্যায়ে আমাকে তালাক দেয়।আনসারুল হকের চালের স্লিপ না পাওয়ার ব্যাপারে মেম্বার একরামুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ওই এলাকায় ঘুরে ঘুরে সবাইকে চালের স্লিপ দিয়েছিলাম। স্লিপ বিতরণের একপর্যায়ে আমি যখন আনসারুল এর বাড়িতে যাই তখন আমার কাছে আর চালের স্লিপ ছিল না। আমি আনসারুলের বউকে বিকেলে স্লিপ পৌঁছে দেওয়ার কথা বলে সেখান থেকে চলে আসি। বিকেলে চালের স্লিপ দিয়ে গিয়ে শুনতে পারি আনসারুল তার বউকে তালাক দিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, মাত্র ১০ কেজি চালের স্লিপ না পেয়ে বউকে তালাকের এ ঘটনাটি আমার কাছে অবিশ্বাস্য। কোন পরিবার যদি অভাবগ্রস্ত হয় সেক্ষেত্রে তাদের সহযোগিতার জন্য আমাদের যথেষ্ট সুযোগ রয়েছে। স্লিপ না পেয়ে কেউ তার বউকে তালাক দেবে কেন? ওই ব্যক্তি তার বউকে অন্য কোন কারণে তালাক দিয়েছে কিনা বা পারিবারিক কোন সমস্যা আছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.