সম্পাদক
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলার ৬ টি ইউনিয়নে ৩৮ হাজার ৬০২’শ দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে ১০ কেজি জনপ্রতি চাল বিতরণ করা হবে।
এরই ধারাবাহিকতায় ১৩ ই জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নে ৭০৭৫ টি অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা কাউসার আলী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ আরো অনেকে। ১০ কেজি করে চাল পেয়ে কাশিপুর ইউনিয়নের আমিনা মোমেনা ও জহুর আলী জানান, আমরা অসহায় মানুষ ঈদের সময় ১০ কেজি চাল পেয়ে আমরা খুবই আনন্দিত, আমরা শেখের বেটিকে এজন্য ধন্যবাদ জানাই।
কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার ১০ কেজি চাল ট্যাগ অফিসারের সহযোগিতায় সঠিকভাবে বিতরণ করা হচ্ছে, বিতরণ শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। কাশিপুর ইউনিয়নের চাল বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার কাউসার আলী জানান , কোন প্রকার গন্ডগোল ছাড়াই সঠিক ও সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হচ্ছে, চাউল শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

