
নিউজ ডেস্ক:
শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে সেন্টমার্টিন দ্বীপের পাশে চলমান সংঘাত প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা আক্রান্ত হলে আক্রমণের জবাব দেবো। আমরাও প্রস্তুত, তবে যতক্ষণ আলোচনার সুযোগ আছে, আমরা মিয়ানমারের সাথে আলোচনা চালাবো।
ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘ এখন নখদন্তহীন। তাদের কথা ইসরায়েল শুনে না। বড় বড় দেশগুলো শুনে না। এটা দুঃখজনক।
ঈদযাত্রা নিয়ে তিনি বলেন, পশুবাহী গাড়ী ও সড়কের পাশে পশুর হাটের কারনে সড়কে কিছুটা চাপ ও যানজট আছে তবে ভোগান্তি বিহীন ঈদ যাত্রায় মাঠে আছো সরকার।
অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন বৈশ্বিক পরিস্থিতি ও মুদ্রাস্ফীতির কারণে, দেশে সংকট আছে তবুও অনেক দেশের তুলনায় ভালো আছে বাংলাদেশ।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজীসহ অনেকে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.