
মোঃ তারেক মিয়া, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় মহান মুক্তিযোদ্ধে অনন্য ভূমিকা রাখা নারী মুক্তিযোদ্ধা(বীরাঙ্গনা)মোছা: জমিলা(৬৮)স্ট্রোক করে মারা গেছেন। তিনি উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আলকাছ মিয়ার স্ত্রী।
শুক্রবার(১৪ জুন)সন্ধ্যার পরে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পরে যায়।তাৎক্ষণিক দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে স্থানীয় উজানগাঁও কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।তিনি মৃত্যুকালিন সময়ে ২ ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য মহান মুক্তিযোদ্ধে অবদান রাখা এই মহীয়সী নারী স্বাধীন দেশে মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেতে সময় লেগেছে প্রায় ৪৭ বছর।দীর্ঘ লড়াই সংগ্রামের পর ২০১৭ সালে মোছাম্মৎ জমিলাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় সরকার।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.