
আরফান আলী, শেরপুর প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার আলোর দিশা ফাউন্ডেশন। রবিবার (১৬ই জুন) উপজেলার শ্রীবরদী সদর ইউনিয়নের বালুঘাট, নবীনগর, বাঘবের, কুড়িপাড়া, ইজারাপাড়া ও নিজমামদামারী এলাকায় বসবাসরত আর্থিক অস্বচ্ছল ও দুস্থ মানুষদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিলো চিনি, সেমাই, নুডুলস, তেল, এক প্যাকেট দুধ ও একটি সাবান। এসময় উপস্থিত ছিলেন, আলোর দিশা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সালেহী, ক্যাশিয়ার মো. মোশাররফ হোসেন, উপদেষ্টা মো. সাদ্দাম হোসেন। ঈদ সামগ্রী বিতরণকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, মানবতার সেবা হলো আত্নার খোরাক। মানবতার সেবার মাধ্যেম মানুষ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে। স্রষ্টার নৈকট্য পেতে হলে সৃষ্টির সেবা করা উচিৎ। আমরা যেন এই আলোর দিশা ফাউন্ডেশন থেকে ভবিষ্যতে আরও জনসেবামূলক কাজকর্ম চালিয়ে যেতে পারি তাই সকলের সহযোগিতা কামনা করছি। ভবিষ্যতে আমাদের এই সমাজসেবা মূলক কাজ চালু থাকবে ইনশাআল্লাহ। বিতরণকালে সদস্যদের মধ্যে ছিলেন, মনির, শাকিল, হামিদুর ইসলাম, জুবায়ের, জসিম, রাতুল, রুবেল, আসিফ প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.