সম্পাদক

নিউজ ডেস্ক:

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল আযহার ঈদের জামাত সুষ্ঠুভাবে নিশ্চিত করতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও রাজধানীর সকল ঈদ জামাতকে ঘিরে সমন্বিত, সুদৃঢ় ও সুবিন্যস্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।

এই তথ্য নিশ্চিত করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানান, জাতীয় ঈদগায়ে ৫ মাত্রার নিরাপত্তা ব্যবস্থায় থাকছে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল স্কোয়ার্ড, সিসিটিভি পর্যবেক্ষণ, সার্বক্ষণিক ড্রোন পর্যবেক্ষণ।

তিনি জানান, জাতীয় ঈদগাহে প্রবেশ ও বাহির গেটে থাকবে মেশিন নিরাপত্তা ব্যবস্থা। মাঠে নিরাপত্তার সহায়তায় থাকবে র‍‍্যাব। তাদের মোবাইল টীম সারা ঢাকায় থাকবে।

ফাঁকা রাস্তায় কিশোররা গাড়ি রেসিং প্রতিযোগিতা করলে তাদের আটক করার নির্দেশ দেওয়া আছে বলে জানান ডিএমপি কমিশনার। অভিভাবকদের কিশোরদের এই বিষয়টি নজরে রাখতে অনুরোধ করেছেন তিনি।

তিনি জানান, বর্জ্য পরিচ্ছন্নতা ও চামড়া দালাল চক্র প্রতিহত করতে সিটি করপোরেশনের সঙ্গে কাজ করবে পুলিশের একটি বিশেষ দল। চামড়া প্রক্রিয়াজাত করতে বাধা প্রদানকারী ও দালাল চক্র প্রতিহত করতে সহায়তা করবে ডিএমপি।

এবার ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি ও জাতীয় ঈদগাহে সকাল ৭টায় একটি জামাত অনুষ্ঠিত হবে বলে জানান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।