
নীলফামারি প্রতিনিধি, তপন দাস;
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, ওয়াল্ড গ্লোবাল টিভি , সৃষ্টি নিউজ , ডিপিসি বাংলা টিভি, লিখনী সংবাদ এবং চ্যানেল ২০ এর নীলফামারী জেলা প্রতিনিধি সাংবাদিক ""তপন দাস ""। কোরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত।
মুসলমানদের নিকট ঈদুল ফিতরও ঈদুল আযহা- দুটি ঈদেই আনন্দের দিন। তাই দুই ঈদে সকল শ্রেনী পেশার মানুষ সকল ভেদাভেদ, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে।
ঈদুল ফিতরও ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষ মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃড় করে।
ঈদ আমাদের ব্যাক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে। পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে। ত্যাগের মহিমায় মহিমান্বিত করে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা।
হিংসা- বিদ্বেষ, লোভ - ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে।
তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো। ঈদুল আযহা উপলক্ষে আমি আমার নীলফামারী জেলার তথা দেশ ও দেশের বাইরে অবস্থানরত সর্বস্তরের জনগন কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আযহা উদযাপন করার ও ঈদুল আযহার শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়ন এবং মহান আল্লাহ যেনো সকল কে হেফাজত করেন।
ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ- শান্তিও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা করি । সবাই কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। আপনিও আপনার পরিবার পরিজনেরা আনন্দের সাথে ঈদ উদযাপন করুন সে কামনা করছি। ঈদ মোবারক।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.