
শাকিল আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার বড়লেখায় অবিরাম বর্ষণে হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের মাঠ। এছাড়া পৌরসভার বিভিন্ন বাসা-বাড়ি ও দোকানপাঠে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। টানা বৃষ্টিতে টিলা ধ্বসে পড়ার আশঙ্কায় পাহাড়ের পাদদেশ ঝুঁকি নিয়ে বসবসাকারী পরিবারকে নিরাপদে সরে যেতে মাইকিং করা হয়েছে।
গত দুদিন থেকে বড়লেখায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বড়লেখা পৌর এলাকার বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাঠে পানি ঢুকেছে। এছাড়া বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের বেশ কয়েকটি স্থানে পানি যান চলাচলা ব্যাহত হয়।
মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ঝরেছে। ভারী বর্ষণে উপজেলার তালিমপুর, বর্ণি, সুজানগর, দাসেরবাজার, উত্তর শাহবাজরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম পানিতে তলিয়ে গেছে। এসব গ্রামের বিভিন্ন বাড়িতে পানি উঠেছে। এতে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।এছাড়াও বিভিন্ন এলাকার গ্রামীণ রাস্তা পানিতে নিমজ্জিত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমরা সবধরনের প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে ২২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এরমধ্যে ৯টি কেন্দ্রে ১০৩ টি পরিবার আশ্রয় নিয়েছে। এসব পরিবারের মাঝে খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি শুকনো খাবারও পাঠানো হচ্ছে। এছাড়া পাহাড়ের পাদদেশে যেসব পরিবার বসবাস করছে তাদের নিরাপদ আশ্রয়ে সেরে যেতে মাইকিং করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.