
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বৃহস্পতিবার ২৭ জুন সকাল ১০ ঘটিকায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অফিসার্স ক্লাবের হলরুমে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরে পাট উৎপাদনকারী পাটচাষী ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৬ টি ইউনিয়নের ৭৫ জন কৃষক/কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম, জেলা পাট কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার। ফুলবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করেন ফুলবাড়ী পাট অধিদপ্তর। উক্ত প্রশিক্ষক হিসেবে অনুষ্ঠানে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলবাড়ী পার্ট অধিদপ্তরের সহকারি কর্মকর্তা নজরুল ইসলাম।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.