সম্পাদক
নিউজ ডেস্ক:
আজ শুক্রবার (২৮ জুন) সকালে সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত সাইকেল র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন ভারত ইস্যুতে বিএনপির রাজনীতি ভুল পথে রয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে যাচ্ছে।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাইকেল চালানো বিষয়ে সচেতনতা তৈরি করতে মানিক মিয়া এভিনিউতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশেন এই আয়োজন করে।
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে শেখ হাসিনা সরকার কোন দেশের সাথে বন্ধুত্ব রক্ষা করে না। বর্তমান সরকার দেশের স্বার্থকে সবসময় অগ্রাধিকার দেয়।এসময় আওয়ামী লীগ কোন দলের পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

