
নিউজ ডেস্ক:
২০২৩ সালের র্যাংকিং থেকে দুই ধাপ পিছিয়েছে ঢাকা। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৪ অনুযায়ী বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬ষ্ঠ। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর মতো সূচকের আলোকে বিশ্বের ১৭৩টি শহর নিয়ে এই জরিপ করা হয়েছে। জরিপের সূচক অনুযায়ী, ৪৩ স্কোর নিয়ে পাকিস্তানের করাচির থেকে এক ধাপ এগিয়ে তালিকায় ১৬৮তম অবস্থানে রয়েছে ঢাকা।
অন্যদিকে, ৯৮ দশমিক ৪ স্কোর নিয়ে টানা তৃতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এবং ৩০ দশমিক ৭ স্কোর নিয়ে সবচেয়ে কম বাসযোগ্য শহর হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক।
বসবাসের যোগ্য তালিকার শীর্ষ পাঁচ শহর হলো- ভিয়েনা, কোপেনহেগেন, জুরিখ, মেলবোর্ন ও ক্যালগারি। আর বসবাসের অযোগ্য পাঁচ শহর হলো- দামেস্ক, ত্রিপোলি, আলজিয়ার্স, লাগোস ও করাচি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.