সম্পাদক

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৪ বড়ভিটা ইউনিয়নের চর মেকলি এলাকার বন্যায় পানি বন্দী ও নদী ভাঙ্গনের শিকার ২৫ টি পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ জুন দুপুর ১ টায় বড়ভিটা ইউনিয়ন পরিষদে ২৫ টি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল,১ কেজি তেল ও শুকনা চিড়া বিতরন করেন ৪নং বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু।

এসময় বড়ভিটা ইউনিয়ন পরিষদের সচিব বাবুল মিয়া, ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মাসুদ রানা সবুজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ভুক্তভোগী নুর হোসেন, মহির আলী,কালিমুদ্দিন, ফজলু মিয়া জানান, আমরা খুব অসহায় মানুষ, চলাচলের নেই রাস্তা। ধরলা নদীর উপর চরে আমার বাড়ি। বন্যা আসলেই বাড়ি ভিটা সহ আবাদি জমি জমা সব কিছুই নদী গর্বে চরে যায়। প্রতিবারের ন্যায় এবারো একই দশা। দুইদিন হলো হামার মেখলির চরে নৌকাত করে বড়ভিটার চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুসহ তিন জন সাংবাদিক দেখপার আসচ্ছে।

সাংবাদিকেরা নিউজ করার পড়ে আজকে হামরা শুকনা খাবার পাইলোং, হামার খুব উপকার হইল বাহে। ৪ নং বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সুখ দুঃখে পাশে থাকে। বর্তমান পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি ত্রান স্বরূপ আমার ইউনিয়নে মেখলি চরের ২৫ টি পরিবারের মাঝে শুকনা খাবার দিতে পেয়েছি। আশা রাখি ক্ষতিগ্রস্তদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ।