
হারুন শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। মোংলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায় এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল নৌ জান মাছ ধরার ট্রলার উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ টির ফলে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকাল থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি, বাতাস বয়ে যেতে দেখা গেছে। পাশাপাশি মংলা বন্দরের আউটারবার এবং ইনারভারের পণ্য ওঠা, নামার কাজ চলমান রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.