
আন্তর্জাতিক ডেস্ক:
আফ্রিকার দেশ কেনিয়ায় একবারে অনেক বেশি কর বাড়ানোয় সরকারি পদক্ষেপের প্রতিবাদী বিক্ষোভে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন শতাধিক।হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সূত্রে শনিবার (২৯ জুন) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এইচআরডব্লিউ এক বিবৃতিতে বলে, গত মঙ্গলবার ২৫ জুন কেনিয়ার নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি করে, পরে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এতে বলা হয়, দেশটির নাইরোবি এবং অন্যান্য শহরে নিহতের সংখ্যা সঠিকভাবে বলা না গেলেও বিভিন্ন সোর্চ থেকে পাওয়া তথ্যানুযায়ী নিহতের সংখ্যা অন্তত ৩০ জন।
হিউম্যান রাইটস ওয়াচ-এর সহযোগী আফ্রিকার পরিচালক ওটসিয়েনো নামওয়ায়া বলেন, ‘কোন যৌক্তিকতা ছাড়াই বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালানো হয়। এমনকি যেসব বিক্ষোভকারী পালিয়ে যাচ্ছিল তাদেরকে লক্ষ্য করেও গুলি চালানো হয়। কেনিয়ার এবং আন্তর্জাতিক আইনে নিরাপত্তা বাহিনীর এ ধরনের পদক্ষেপ একেবারে অগ্রহণযোগ্য।’
তিনি বলেন, কেনিয়া কর্তৃপক্ষ তাদের বাহিনীকে সতর্ক করতে হবে। আর শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের রক্ষা তাদের দায়িত্ব। যেকোন পুলিশি সহিংসতার জন্য দায়মুক্তি আর সহ্য করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।
ওটসিয়েনো নামওয়ায়া বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপেরমুখে কর্তৃপক্ষ হঠাৎ একসাথে অতিরিক্ত কর বৃদ্ধি করায় সাধারণ মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করে। শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশবাহিনী তাদের উপর গুলিবর্ষণ করে এতগুলো মানুষকে হত্যা করে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.