
হারুন শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে সুমাইয়া খানম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টায় দৈবজ্ঞহাটি গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।সুমাইয়া ওই গ্রামের পলাশ শেখের স্ত্রী।জানা যায়, পলাশ শেখের স্ত্রীর লাশ নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। বেলা ১টার দিকে থানা পুলিশ সুমাইয়া খানমের লাশ হেফাজতে নেয়। সুমাইয়াকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে এমন অভিযোগে তার স্বামী পলাশ শেখকে আটক করেছে পুলিশ।
সুমাইয়ার বাবা বাহদুর খান বলেন, স্বামীর সাথে মনোমালিন্য ও পারিবারিক কলহের কারণে সুমাইয়া আত্মহত্যা করতে বাধ্য হয়ে থাকতে পারে। ৩ বছর পূর্বে বিয়ে হলেও তাদের সংসারে কোনো সন্তান নেই। এ বিষয়ে মোড়লগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, সুমাইয়া খানমের লাশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় তার মা মিনারা বেগম মেয়েকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলেছেন। সে কারণে পলাশ শেখকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.