
মোঃশাওন ( মাধবদী-নরসিংদী প্রতিনিধি)
নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নস্থ ৫ নং ওয়ার্ডের মেঘনাবাজার সিএনজি স্ট্যান্ড হতে বালাপুরের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে মেঘনা বেরিবাধ পর্যন্ত রাস্তাটি ভাঙা থাকায় দীর্ঘদিন যাবৎ দুর্ভোগে কাটাতে হয়েছে এখানকার স্থানীয়দের।
রাস্তাটি সংস্কারের দাবিতে অত্র এলাকার মানুষের দুর্ভোগের কথা জানিয়ে একাধিকবার আমাদের মিডিয়াতেও প্রচারিত হয়েছে সংবাদ,অত্র ইউনিয়নের চেয়ারম্যান বহু চেষ্টার পর অবশেষে দপ্তর থেকে কাজটি আনতে পেরেছে বলে আমাদের জানান।
ইতিমধ্যে রাস্তাটি সংস্কারের জন্য, রাস্তার নিচ দিয়ে গাইডওয়াল নির্মান কাজ শুরু করেছে বলে সরেজমিনে দেখা গেছে।
গত ২৯-ই জুন শনিবার বিকাল ৫ টায় মেঘনাবাজার রাস্তাটির প্রারম্ভ স্থানে ফিতা কেটে কাজটির শুভ উদ্বোধন করেন পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসেম।
উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন,মাধবদী থানা আওয়ামীলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম, পাইকারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃশহিদুল্লাহ, ইউনিয়ন আওয়ামিলীগের সহ-সভাপতি আলী হোসেন, ইউনিয়ন তাতীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মোল্লা,অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার দেলোয়ার ও বাদল, শাহিন মেম্বার, শব্দর প্রধান সহ এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রথমেই মোনাজাত করা হয়,মোনাজাত শেষে ফিতা কেটে উদ্বোধন করা হয়,সবশেষে আগতদের মাঝে মিষ্টি খাওয়ানো হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.