ওমর ফারুক

আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় চলেছে নিরবে চাঁদাবাজি, ছিনতাই, মাদক ও দেহ ব্যবসা। পৌর শহরের মধ্যপাড়া এলাকায় বর্ডার বাজার মেইল ঘর হচ্ছে মূল অপকর্মের স্থান। আর এইসব অপকর্মের মূল লিড দিচ্ছে মৃত আসলাম মিয়ার ছেলে জিলান উরুফে জয় জিলান। ছিনতাই, দেহ ব্যবসা সহ মাদকের রমরমা ব্যবসার মত নানান অপকর্ম চলে এই স্থানে।

জয় জিলান ,হাকিম উরুফে (কানা হাকিম) ও তার স্ত্রীকে সাথে নিয়ে দেহ ব্যবসা, মাদক ও ছিনতাইয়ের মতো কান্ড চালিয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসনকে কোনো তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছে এইসব কান্ড। গত বেশ কয়েক দিন আগে উত্তর পৈরতলার সাকি মিয়ার ছেলে মোঃ জাবের উদ্দিন জয় জিলান ও হাকিমের মাদকের ব্যবসা ও বিভিন্ন অপকর্মে বাঁধা দেওয়ায় জাবের নামে এক যুবককের হাতের রগ কাটার অভিযোগে থানায় মামলাও হয়েছে একটি। এতে বেশ কয়েক জনকে আসামি করা হয় সদর থানায়। অভিযুক্ত মামলায় আলামিন উরুফে (বাগা) ১ নং আসামীকে আটক করেছে পুলিশ। কিন্তু দুই নং আসামী জিলান ( উরুফে) জয় জিলান এখনো ধরা ছোয়ার বাইরে।  

স্থানীয় সূত্রে জানা যায়, জিলান উত্তর পৈরতলা, মধ্যপাড়া বিভিন্ন এলাকার অপরিচিত ছেলে মেয়েদের কাছ থেকে টাকা মোবাইল ছিনতাই করে থাকে। আরো জানা যায়, সে মাদক ও দেহ ব্যবসার পাশাপাশি রাতের আধারে রিকশা ড্রাইভারদের থেকে তাদের সারাদিনের ইনকাম জোর পূর্বক রেখে দেয়। 

এসব বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসাইন বলেন, বিষয়টি আমি জানি আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অবস্) সোনাহর আলী শরীফ জানান, যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেবো। আমি থানায় খোজ খবর নিচ্ছি নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।