
মোঃশাওন ( মাধবদী-নরসিংদী প্রতিনিধি)
মেঘনা নদীতে নৌকা ডুবিতে এক পরিবারের ৬ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে।
নরসিংদী সদর উপজেলা মাধবদী থানার মেঘনাবাজার নৌকা ঘাট থেকে সন্ধ্যা ৭ টায় এমতাজ সহ ৬ জন আত্মীয়ের বাড়ি টিডিরচর যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছিল।
মেঘনাবাজার নৌকা ঘাট থেকে কিছুদূর যেতেই নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।
এতে ৪ জন উদ্ধার হলেও,ঘটনা ঘটার ২ ঘন্টা পরও ২ জন নিখোঁজ রয়েছে।
নিখোঁজরা হলেন এমতাজের ২ সন্তান আব্দুল্লাহ ( ১২) ও জান্নাতুল( ১৪) জানা যায় দুজনই শিক্ষার্থী ছিলেন।
উদ্ধারকৃতরা হলেন এমতাজ ,দিলারা বেগম,আব্দুল মতিন,রুহুল।
জানা যায়,এমতাজ নওগা জেলার স্থায়ী বাসিন্দা, মাধবদীর একটি বাসায় ভাড়া থাকেন,মেঘনাবাজার ও টিডিরচরে তাদের আত্মীয় আছে।
মেঘনাবাজার ভংগারচর নৌ পুলিশ ফাড়ি ওসি অনিমেশ হলধার জানান,৬ জন থেকে আমরা ৪ জনকে উদ্ধার করতে পারছি, ২ জনকে এখনও খোঁজা হচ্ছে, আমাদের পুলিশ এখনও নদীতে আছে, বিষয়টা আমরা মাধবদী ফায়ার সার্ভিসকেও জানিয়েছি।
মাধবদী ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ খায়রুল আলম জানান,বিষয়টা আমরা পুলিশের কাছ থেকে জানতে পারছি, কিন্তু আমাদের ডুবুরি টিম নাই,আমরা ঢাকায় জানিয়েছি সকালে ডুবিরি টিম আসতে পারে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.