
মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি:
অতিবৃষ্টি ও পানির চাপে আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নে একটি সুরক্ষা বাঁধ (কৈয়ার ঢালা)সংলগ্ন রাস্তা ভেঙ্গে ঢুকছে কালনী কুশিয়ারা নদীর পানি ঢোকছে আজমিরীগঞ্জ উপজেলায়।
ভোগান্তিতে পড়েছেন বদলপুর ইউনিয়ন বাসীসহ অনেকেই ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিপাতের কারণে এবং কুশিয়ারা নদীর পানির চাপে রাস্তাটি ভেঙ্গে যাবে যাবে অবস্থা।
উপজেলার বদলপুর ইউনিয়নের কৈয়ার ঢালা সংলগ্ন রাস্তা ভেঙ্গে হাওরে ঢুকছে কালনী কুশিয়ারা নদীর পানি। গত কয়েক দিনের টানা বৃষ্টির কারনে ও মেইন রাস্তা ভেঙ্গে যাওয়ার ফলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করছে।
৪ জুলাই বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮টায় নদীর পানির প্রবল স্রোতের কারনে রাস্তার এই অংশ টি ভেঙে যায়। এলাকার স্নানীয়রা জানায় ২০২২ সালের জুনের প্রথম উপজেলার এই রাস্তাটি ভেঙ্গে হাওরে পানি ঢুকতে শুরু করে। এই রাস্তাটি ভেঙ্গে যাওয়ার ফলে আজমিরীগঞ্জ সহ পাশ্ববর্তী বানিয়াচং, নবীগঞ্জ উপজেলার হাওর ও নিম্নাঞ্চল গুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা করছেন স্নানীয়রা।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় কালনী কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ পয়েন্টে ৭০ সেন্টিমিটারের উপরে এবং মার্কুলী পয়েন্টে ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দিনের মধ্যে উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করছে।
রাস্তা ভেঙ্গে যাওয়া ফলে লোকালয়ে প্রবেশ করেছে পানি প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে উপজেলা সদরের সাথে। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক জানান উপজেলায় আমাদের ১১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এ ছাড়া বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.