
হারুন শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল থানা পুলিশের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম চোরাই তামার তার সহ জাহাঙ্গীর ইজারাদার (৩০) নামের ১ জন চোরা কারবারি কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত চোরা কারবারি কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। আটকৃত জাহাঙ্গীর ইজারাদার রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামের নাজমুলহুদা ইজারাদার এর ছেলে।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০৬ জুলাই) রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর তত্বাবধানে এস আই নিকুঞ্জ রায় সংগীয় ফোর্স সহ জরুরী ডিউটি চলাকালে রামপাল উপজেলার টেংরামারি এলাকায় ডেলটা এলপিজি লি: (ইউনিট- ২) সিলিন্ডার ম্যানুফেকচার প্লান্ট এর মেইন গেটের সামনে থেকে জাহাঙ্গীর কে কালো কভার যুক্ত দুইকেজি ৫০০ গ্রাম চোরাইকৃত তামার তার সহ হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস সাংবাদিকদের বলেন, চোরাইকৃত তামার তার সহ ১ জন চোরা কারবারি কে গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু করে আটক কারবারি কে বাগেরহাট বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.