
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ আড়িখোলা রেল ষ্টেশনে দুটি ট্রেনের যাত্রা বিরতির জন্য রেলভবনে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী জিল্লুর হাকিম এর সাথে সাক্ষাৎ করেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান।
সোমবার (৮ জুলাই) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী জিল্লুর হাকিম এর সাথে সাক্ষাৎকালে তিনি কালীগঞ্জের সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নের জন্য আড়িখোলা রেলস্টেশনে আন্তঃনগর এগারো সিন্ধুর ও চট্টলা এক্সপ্রেস ট্রেন দুইটির যাত্রা বিরতির দাবী জানান। পরে রেল মন্ত্রণালয়ের মন্ত্রী জিল্লুর হাকিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রæত সময়ের মধ্যে ট্রেন দুটির যাত্রা বিরতির প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.