সম্পাদক
আন্তর্জাতিক ডেস্ক:
আজ ১০ জুলাই বুধবার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে ভারতের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ডাবল ডেকার বাস দুর্ঘটনায় শিশুসহ ১৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতলে ভর্তি আছেন ১৯ জন যাত্রাী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের উন্নাওয়ের কাছে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে যাত্রী বোঝাই ডাবলডেকার বাসটি একটি দুধের ট্যাঙ্কারকে পিছন থেকে ধাক্কা মারলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
যাত্রী বোঝাই এই বাসটি বিহার থেকে দিল্লি যাচ্ছিল। পুলিশের প্রাথমিক অনুমান এক্সপ্রেসওয়েতে ভোরের সময় রাস্তা ফাঁকা থাকায় বাসটি দ্রুত গতিতে চলছিল। আর এরমধ্যে বাস চালকের ঝিমুনি চলে আসে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দুধের ট্যাঙ্কারে সজোরে ধাক্কা মারে ডাবলডেকার বাসটি।
দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথমে গিয়ে বাসের ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধারের কাজে নামে ৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে বাস ও ট্যাঙ্কার দুটোই দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ১৮ জন যাত্রীর বাকি ১৯ জনের চিকিৎসা চলছে।
মর্মান্তিত এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃতদের পরিবারের প্রতি তার সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

