
মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১ নং ছনধরা ইউনিয়নে ফুলপুর থানা বিট পুলিশের জন সচেতনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টার সময় ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান এ আলোচনা সভার আয়োজন করেন, এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, বাজার কমিটির সভাপতি, স্কুলে প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী,এবং স্কুলের সহকারী শিক্ষক, শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান তাদের উদ্দেশ্যে বলেন বাল্য বিয়ে, ইভটিজিং,মাদক সেবন ও বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে ওসি মাহবুবুর রহমান সতর্কতামূলক আলোচনা করেন।
ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা তোমাদের নিজেদের পূরণ করতে হবে। কোন গুজবে কান দিবে না রাস্তাঘাটে কেউ ডিস্টার্ব করলে সরকারি একটা নাম্বার আছে ৯৯৯ এই নাম্বারে কল করলে ফুলপুর থানা পুলিশ সকলকেই সহযোগিতা করবে।
তিনি আরো বলেন বর্তমান বর্ষাকাল চতুর্দিকে পানি বন্দী অবস্থায় হাজারো মানুষ শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। তাই সকল গার্জিয়ানকে সজাগ থাকতে হবে।পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, ফুলপুর থানা পুলিশ আপনাদের সেবায় নিয়োজিত আছে ইনশাআল্লাহ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.