
নিউজ ডেস্ক:
আজ ১০ জুলাই বুধবার চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এর একটি কক্ষে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর (এমওইউ) চুক্তিসহ মত ২১টি চুক্তিতে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও দুই দেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বকে বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত করার জন্য আরও ৭টি প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর উপস্থিতিতে এই চুক্তিগুলো সই করা হয়। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে নথি বিনিময় করেন।
এর আগে দ্বিপাক্ষিক আলোচনার জন্য প্রধানমন্ত্রী গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গণে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। আলোচনায় মূলত রোহিঙ্গা ইস্যু, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়।
১. ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহযোগিতা জোরদার করার বিষয়ে (এমওইউ)।
২. চায়না ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন (এনএফআরএ) এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স রেগুলেটরি সংক্রান্ত এমওইউ।
৩. বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানির ফাইটোস্যানিটারি প্রয়োজনীয়তার একটি প্রটোকল।
৪. অর্থনৈতিক উন্নয়ন নীতির ক্ষেত্রে বিনিময় এবং সহযোগিতার উপর এমওইউ।
৫. বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার বিষয়ে এমওইউ।
৬. ডিজিটাল ইকোনমি কোঅপারেশন জোরদার করার বিষয়ে এমওইউ।
৭. চীন-সহায়তা ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার ইন বাংলাদেশ প্রকল্পের সম্ভাব্যতা অধ্যয়নের ওপর আলোচনার মিনিটে স্বাক্ষর।
৮. চীন-সহায়তা ৬তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু সংস্কার প্রকল্পে চিঠি বিনিময়।
৯. বাংলাদেশে নাটেশ্বর প্রত্নতাত্ত্বিক সাইট পার্কের চীন-সহায়তা নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা অধ্যয়নের বিষয়ে চিঠিপত্র বিনিময়।
১০. চীন-সহায়তা নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু প্রকল্পে চিঠি আদান প্রদান।
১১. চিকিৎসা পরিচর্যা এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে এমওইউ।
১২. অবকাঠামো সহযোগিতা জোরদার করার বিষয়ে এমওইউ।
১৩. সবুজ এবং নিম্ন-কার্বন উন্নয়নে সহযোগিতার বিষয়ে এমওইউ।
১৪. বাংলাদেশে চীন কর্তৃক বন্যা মৌসুমে ইয়ালুজাংবু/ব্রহ্মপুত্র নদীর জলবিদ্যুৎ সংক্রান্ত তথ্য প্রদানের বিষয়ে সমঝোতা স্মারক পুনর্নবীকরণ।
১৫. জাতীয় বেতার ও টেলিভিশন প্রশাসন এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।
১৬. চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মধ্যে সমঝোতা স্মারক।
১৭. চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং বিটিভির মধ্যে সমঝোতা স্মারক।
১৮. সিনহুয়া নিউজ এজেন্সি এবং বাসসের মধ্যে একটি চুক্তি।
১৯. সিনহুয়া নিউজ এজেন্সি এবং বিটিভির মধ্যে একটি চুক্তি।
২০. চীনের শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক পুনর্নবীকরণ।
২১. টেকসই অবকাঠামো উন্নয়নের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ সংক্রান্ত এমওইউ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.