মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এতে খুশিতে আজমিরীগঞ্জ উপজেলায় বিজয় মিছিল করছে সাধারণ জনগণ। এর সঙ্গে সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছে।
সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হয় জনতা। বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ। আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সর্বস্তরের জনগণ।