
নিউজ ডেস্ক:
সোমবার (৫ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন জানান যত দ্রুত সম্ভব বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে।
রাষ্ট্রপতি বলেন, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন, নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান ও আহতদের চিকিৎসা দেওয়া হবে।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল, লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিচ্ছি। পাশাপাশি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, ছাত্রনেতা ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে অতিদ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আগামীকাল থেকেই দেশের সব অফিস-আদালত চলবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.