
মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার শহীদ মিনারে সকল শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার ও আওয়ামীলীগ সরকার এর নির্দেশে কোটা বৈষম্য আন্দোলন তথা গণআন্দোলনে জুলাই এবং আগষ্ট মাসে সারা দেশে নির্বিচারে গণহত্যায় নিহত সকল শহীদ ভাই বোনদের স্মরণে, ফুলপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে "প্রদীপ প্রজ্বলন ও দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় ফুলপুরের বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন। উক্ত সভা থেকে ২০ জুলাই ২০২৪ রোজ শনিবার ফুলপুরে কোটা বৈষম্য আন্দোলনে নিহত "শহীদ সাইফুল ইসলাম" এর স্মরণে ফুলপুর মহাসড়কে অবস্থিত গোল চত্বরকে "শহীদ সাইফুল চত্বর" নামকরণের ঘোষণা করা হয়। ফুলপুরের "শহীদ সাইফুল ইসলাম" সহ সারা দেশে নির্বিচারে নিহত সকল শহীদ ভাই ও বোনদের আত্মার শান্তি এবং হত্যার বিচারের দাবি জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.