
নিউজ ডেস্ক:
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ২৩ দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রোববার বিকেল ৩টা থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দিয়েছে কর্তৃপক্ষ।
তবে বনানী ও মহাখালীর দুটি র্যাম্পসহ এফডিসি সংলগ্ন র্যাম্পটি বন্ধ থাকবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়াতে টোল সংগ্রহ কার্যক্রমও চালু করা হয়েছে।
এ বিষয়ে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) ব্যবস্থাপক (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা আজ বিকেল ৩টা থেকে বিমানবন্দর র্যাম্পে যানবাহন থেকে টোল আদায় শুরু করে এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছি।
হাসিব জানান, বনানী ও মহাখালীর দুটি র্যাম্প পুড়ে যাওয়ায় সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এক্সপ্রেসওয়ের একটি পিলারে আগুন লেগে যাওয়ায় তারা এফডিসি গেটের বহির্গমন র্যাম্পও বন্ধ করে দিয়েছেন।
হাসিব বলেন, আমরা পিলারটি পরীক্ষা করে দেখছি এবং এর ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অস্থিরতার মধ্যে গত ১৮ জুলাই বনানী টোল বুথ ও পরদিন মহাখালী টোল বুথে আগুন দেয় দুর্বৃত্তরা। তখন থেকে এক্সপ্রেসওয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ছিল।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.