
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের আলোচিত শহীদ আবু সাঈদকে স্বরণীয় করে রাখতে রবিবার ১১ আগষ্ট সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার ছিটমহল বোর্ড ঘরে খবির উদ্দিনের সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের আয়োজনে দাছিয়ারছড়া শহীদ আবু সাঈদ পাঠাগারের শুভ উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হক ত্রিপুল।
এ সময় বক্তব্য রাখেন, বৈষম বিরোধী আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান ফারসি বিদ্যুৎ ও রাবিতা আল মামুদ, ফুলবাড়ী উপজেলার ছাত্র নেতা জাকারিয়া বাধন,আশিক সহ আরো অনেকে।
পাঠাগার উদ্বোধন শেষে স্থানীয়রা তাদের অনুভূতি প্রকাশ করেন।তারা জানান,আমরা এই এলাকায় এমন একটি আলোকিত ঘর পেলাম, এই ঘরে আমাদের এলাকার সকলেই এসে এই পাঠাগারে বিভিন্ন ধরণের বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবে,আমরা অনেক খুশিঁ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.