ওমর ফারুক

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ি
(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

বৃহস্পতিবার ১৫ আগস্ট বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে উপজেলার ব্র্যাক মোড় হতে একটি মিছিল বের হয়ে ফুলবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে তিন কোনা মোড়ে এসে সমাবেশ করেছে।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন সরকার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল। বক্তারা তাদের বক্তব্যে ফ্যাসিস্ট কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং গত ১৫ বছর পৈশাজিনে সংগঠনের নেতা কর্মীদের গুম, খুন, হামলা-মামলা নির্যাতনের মূল হোতা খুনি হাসিনা ও তার দোসরদের বিচার দাবী করেন।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা,উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এইচ এম বাবুল, সদস্য সচিব মাহফুজুল হক সুমন,তাজুল ইসলাম, আজিজুল হক, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, শিমুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকুসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।