
জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ১৫ আগস্ট ঘিরে কোনো অপতৎপরতা সৃষ্টি করতে না পারে, সেজন্য সারা দেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে অবস্থান নিয়েছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোর থোকেই নেতাকর্মী ইসলামপুরের থানা মোড়,কাঁচাড়ী মোড়, শহীদ মুগ্ধ মোড় সহ বিভিন্ন স্থানে অবস্থান নেন।রাত্রে শিবিরের নেতাকর্মীরা হিন্দুদের মন্দির পাহারায় মগ্ন থাকতে দেখা যায়।
সকাল সাড়ে ৯ টার দিকে ইসলামপুরের প্রধান প্রধান সড়কে জামায়াত-শিবিরের কয়েকশ নেতাকর্মীদের মোটরসাইকেলে শুডাউন করতে দেখা যায়।
উক্ত শোডাউনের নেতৃত্ব দেন জামাতের উপজেলা নায়েবে আমির মাওলানা আমজাদ হোসাইন, তিনি বলেন, আজকের পরও যদি (আওয়ামী লীগ) অরাজকতা সৃষ্টি করতে পারে বলে মনে হয়, তাহলে ছাত্র-জনতা আজকের পরও লাগাতার অবস্থান করবে।
শুডাউনে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি রাশেদুজ্জামান রাশেদ, অর্থ সম্পাদক আবু মুসা, শিবির সভাপতি আহসানুল্লাহ, সেক্রেটারি জুনায়েদ আল হাবিব জিহাদ সহ প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.