সম্পাদক
মোঃ রবিউল ইসলাম, তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রতিবেশী দুই নারী কর্তৃক মিথ্যা মামলা ও বিভিন্ন গুজব ছড়িয়ে হয়রানির অভিযোগ করেছে এক কলেজ শিক্ষক। শুক্রবার সন্ধ্যায় নিজ বাসায় সংবাদ সম্মেলন করেছে শিক্ষক আবু হানিফা। তিনি উপজেলার কাজী কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার বাসার পাশের শামসুন্নাহার নূরানীয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার দুইজন মহিলা শিক্ষক নাসিমা এবং রেহেনা তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে কোমলমতি বাচ্চাদেরকে শিখিয়ে দিয়ে কিছু মহিলা অভিভাবকদের নিয়ে তার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের নাটক করে সামাজিক যোগাযোগে মিথ্যা গুজব ছড়ায় এবং ধর্মীয় উস্কানি মূলক কথা বার্তা বলে তাকে সমাজে হেয় প্রতি পূর্ণ করার চেস্টা করে৷ তিনি আরো বলেন, আমি কলেজের একজন সহকারী অধ্যাপক। এছাড়াও অত্র গ্রামের মসজিদ এর সভাপতি এবং ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মানসম্মান নষ্ট করার জন্য এই সকল মিথ্যা অপপ্রচার করেছে।
তাদের এসকল অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এসব কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ এবং আমার নিরাপত্তার জন্য এ সাংবাদিক সম্মেলন আয়োজন করছি। আমার বিরুদ্ধে ২০১৮ সাল হতে অদ্যবধি তারা পাঁচটি মামলা করেছে। তার মধ্যে দুইটি নারী নির্যাতন মামলাও ছিল। বিজ্ঞ বিচারিক আদালতে আমি নির্দোষ প্রমাণ হয়ে মুক্ত হয়েছি। এছাড়াও আমার পরিবারের লোকদের নামেও তাদের দুটি মামলা এখনো চলমান রয়েছে। তাদের সঙ্গে আমাদের কিছু জমি জমা সংক্রান্ত মামলাও আছে। এর আগে গত ৫ আগস্ট কিছু লোক ভাড়া করে আমার বাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়, গ্রামবাসীর বাধার মুখে তারা আমার বাড়ি ভাঙচুর সহ কোন ক্ষতি সাধন পারে নাই। আমি নিরাপত্তা হীনতায় ভূগছি।

