
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রবিবার ১৮ আগস্ট দুপুর ১২ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দীনের সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু। আরো উপস্থিত ছিলেন, সচিব, সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, ইমাম, পুরোহিত, রিফ্লেকশন এ্যাকশন সার্কেল এর নেতৃবৃন্দ, বাল্যবিবাহের ঝুঁকিতে আছে এমন মেয়েশিশু, ইয়াং পিপল্স প্রতিনিধি, প্রোগ্রাম অফিসার আব্দুল কুদ্দুস সরকার, প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম সহ নাগরিক সমাজ সংগঠনের মোট ৭০ জন অংশগ্রহণ করেন। সংলাপে বাল্যবিবাহের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, ঝরে পড়া রোধ বিষয়ে বক্তারা মত প্রকাশ করেন। সংলাপে মেয়েশিশুদের ইমপাওয়ারমেন্ট এন্ড কমব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রকল্পের কাজসমূহ অবগত করা হয়। সংলাপে অংশগ্রহণকারীরা সার্বিক সহযোগিতা করবেন বলে আশা ব্যক্ত করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.