
মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলায় সরকারি বিভিন্ন অফিসে ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। রবিবার ১৮ আগস্ট বিকাল ৪ঘটিকার সময় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে ভোলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমবেত হয়ে কালিনাথ রায়ের বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
এসময় তারা দুর্নীতির বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। মানববন্ধনে শিক্ষার্থীরা ‘গণহত্যার নির্দেশদাতা’ সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করার পশাপাশি তার শাসনামলে দুর্নীতিতে জড়িয়ে পড়া ভোলার পাসপোর্ট অফিস, সদর হাসপাতাল, জেলা রেজিস্ট্রার অফিস, পিআইও অফিস, এলজিইডি, ভূমি অফিস, সড়ক ও জনপদ অফিস, পানি উন্নয়ন বোর্ডসহ যে সকল সরকারি দপ্তরে ঘুষ বাণিজ্য হচ্ছে সেই সকল দপ্তরের কর্মচারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। তা যদি না করা হয় তাহলে শিক্ষার্থী ও সাধারণ জনতার পক্ষ থেকে আগামীতে কঠোর আন্দোলন করা হবে শিক্ষার্থীরা জানিয়েছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.