সম্পাদক
মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
১৯ আগস্ট সোমবার সকাল ১১ ঘটিকায় কে জাহান মার্কেটের সামনে বৃষ্টি উপেক্ষা করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে ভোলার গ্যাস ভোলায় চাই ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতকরণের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলা সভাপতি আবু জাফর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক। প্রধান অতিথির বক্তব্যে তরিকুল ইসলাম তারেক বলেন, আজ আমরা ভোলাবাসী ভোলার গ্যাস পাচ্ছি না। ভোলা জেলার গণমানুষের দাবি ভোলার গ্যাস ভোলায় চাই। ভোলা জেলার কোটি টাকার গ্যাস বিদেশে রপ্তানি করা হচ্ছে। আমরা আজ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না। গত ১৬ বছর ধরে আমরা স্বৈরাচারী সরকারের এইসব দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে গেছি। ভোলার কিছু দুর্নীতিবাজরাও আমাদের ভোলার গ্যাস ভোলায় দিচ্ছে না। তাই আমরা ভোলাবাসী চাই আমাদের ভোলার গ্যাস ভোলা জেলার প্রতিটি ঘরে ঘরে সংযোগ দিতে হবে। আর নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ দিতে হবে। বিদ্যুৎ অফিসের লোডশেডিংয়ে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার উত্তর শাখার এই উদ্যোগ

