ওমর ফারুক
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি:
ভোলার দৌলতখানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগস্ট রবিবার দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপজেলা দলীয় অফিসের সামনে সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।
দৌলতখান উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহসিন রাশেদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজাহারুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান কবির, আখতারুজ্জামান বশির, লোকমান হোসেন, আবুল ফাতা, জামাল উদ্দিন, শিমুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে খুনি শেখ হাসিনা নির্বিচারে গণহত্যায় রাজপথ রঞ্জিত করেছিল। ছাত্র জনতার আন্দোলন দমাতে খুনি হাসিনা পেটুয়া বাহিনী দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে অনেক মায়ের বুক খালি করেছে।
ভারত থেকে পলাতক হাসিনাকে দেশে এনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করতে হবে। সমাবেশ শেষে খুনি হাসিনার বিচার দাবিতে দলীয় অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের শহীদ মিনার চত্বর ঘুরে দলীয় অফিসের সামনে এসে শেষ হয়।

