সম্পাদক
নাইম হোসেন, দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার সিংগা হাট মাঠ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড় চত্বরে গিয়ে শেষ হয়। পরে মেডিকেল মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: মামুন অর রশিদ। বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম । এ সময় দুর্গাপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব মো: মিঠুন, উপজেলা সি: যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, পৌর সি: যুগ্ম আহবায়ক মো হাবিবসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

