সম্পাদক
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
মঙ্গলবার ২০ আগস্ট বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এইচ এম বাবুলের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলবাড়ীর আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মান্নান মুকুল।আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সভাপতি লোকমান হোসেন সরকার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুল হক সুমন, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুর ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ওবাইদুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, যুবদলের আহবায়ক হাফিজুর রহমান, যুবদর নেতা অপুর্ব সহ আরো অনেক।

