
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
মঙ্গলবার ২০ আগষ্ট কুড়িগ্রামের ফুলবাড়ী ইউএসএস অফিসের ইয়ুথ হাব ফুলবাড়ীর প্রশিক্ষণ কক্ষে সকাল ১১ টায়,যুব নারী,অবিভাবকসহ ৪২ জনকে নিয়ে এ্যাকশন এইড বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় ইউএসএ এর আয়োজনে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে যুবদের কর্মশার্লা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালাল যুব নেতৃত্বকে উৎসাহ করতে যুবদের পিতা মাতা এবং স্থানীয় প্রভাবশালিদের সাথে পরামর্শ করা হয়।
অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন,উপজেলা আইসিটি অফিসার আজমল ডালিম,ফুলবাড়ী জসিমিয়া মডেল উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক আবেদ আলী, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেল্থ ইন্সপেক্টর জহুরুল হক। আরো উপস্থিত ছিলেন, ইউএসএস এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, শারার মাহবুব ধ্রুব এ্যাকশন এইড বাংলাদেশ, প্রোগ্রাম অফিসার নুরন্নবী , মহিলা অধিদপ্তরের আর্জিনা পারভীন। ইউথ পিয়ার গ্রুপ ফেলো ইউএসএস এর শাহিন আলম ও সীমা খাতুন আলোচ্য বিষয় গুলো তুলে ধরেন। আলোচনায় যুব ও বিশেষ করে যুব নারীদের অজর্ন প্রদর্শন করা এবং তাদেরকে সরকারি অধিদপ্তর গুলোতে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয়া এই কর্মশারার মূল উদ্দেশ্য।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.