ওমর ফারুক
জেলা প্রতিনিধি , খাগড়াছড়ি থেকে :
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এম জাহাঙ্গীর আলম গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মাটিরাঙ্গা থানা পুলিশ চৌধুরী পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
মাটিরাঙ্গা থানায় দায়েরকৃত মামলা থেকে জানা যায়, ২০২২ সালের ৭ জুলাই বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১.০০ ঘটিকার দিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদারের বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটতরাজ চালায় আওয়ামী লীগের দুর্বৃত্তরা।
পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাইল্যাছড়ির ছাগলনাইয়া পাড়াস্থ বসত বাড়িতে বিএনপি নেতা বদিউল আলমসহ তার বয়োবৃদ্ধ মা, স্ত্রী, সন্তানদের উপর নৃশংসভাবে হামলা করে আহত করে। এ সময় হামলাকারীরা ল্যাপটপ, কয়েকটি এন্ড্রয়েড মোবাইলসহ মূল্যবান মালামাল ও নগদ ২,০৭,০০০/- ( দুই লক্ষ সাত হাজার টাকা) লুট করে নিয়ে যায়।
ওই নৃশংস হামলার দুই বৎসরের বেশি সময় পর গতকাল ২২ আগস্ট, ২০২৪ খ্রিস্টাব্দ মোতাবেক বৃহস্পতিবার এ মামলা দায়ের করেন ভিকটিম বিএনপি নেতা বদিউল আলম মজুমদার। মামলার ধারা নং : ১৪৩/১৪৭/১৪৮/৪৪৭/ ৪৪৮/ ৩২০/৩০৭/৩৮০/৩৮৫/৪২৭/৫০৬/১০৯/১১৪- পেনাল কোড।
জানা যায়, বিএনপি নেতা বদিউল আলম মজুমদারের মামলা দায়েরের পরই মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এম জাহাঙ্গীর আলমকে মাটিরাঙ্গা থানা পুলিশ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দল ও প্রেসক্লাবের ক্ষমতা দেখিয়ে মাটিরাঙ্গা বাজার লেক দখল করে বহুতল বসত বাড়ি নির্মাণ, চৌধুরী পাড়াস্থ কবি নজরুল ক্লাবের জায়গা দখল, সাংবাদিক না হয়েও এক যুগ ধরে প্রেসক্লাবের সভাপতির পদ দখল করে রাখা, শ্রমিক নির্যাতন, শিক্ষকসহ সাধারণ মানুষের সাথে অসদাচরণ, হুমকি ধমকি দিয়ে বিভিন্নজনের অর্থ আত্মসাৎসহ গ্যাং পালনের অভিযোগ রয়েছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, গ্রেফতারকৃত এম এম জাহাঙ্গীর আলমকে গতকাল সন্ধ্যার আগেই আদালতে সোপর্দ করা হয়েছে।

