সম্পাদক

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সম্প্রতি ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ ১১ টি জেলার বন্যার্ত মানুষের সাহায্যে সহযোগিতা করার জন‍্য ফুলবাড়ী উপজেলা  সাধারণ শিক্ষার্থীরা, ফ্রেন্ডশিপ ওয়েল ফেয়ার সোসাইটি, ফুলবাড়ী যুব মানব সেবা সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গত দুদিন ধরে উপজেলার বিভিন্ন বাজারে বন্যার্তদের সাহায্যে অর্থ সংগ্রহ শুরু করেছে। ইতিমধ্যে সংগ্রহকৃত টাকা কেউ কেউ বিভিন্ন মাধ্যমে পাঠিয়েছেন বলেও জানা গেছে। সাধারণ শিক্ষার্থীদের সংগঠনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

অনেকেই জানিয়েছেন মানুষ মানুষের জন্য সেটি স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা প্রমাণ করে দিলেন, যে সকল এলাকায় লোকজন বন্যা কবলিত তাদের জন্য আমাদের উপজেলার শিক্ষার্থীরা ও বিভিন্ন সংগঠন যেভাবে কাজ করে যাচ্ছে এতেই প্রমাণ হয় বর্তমান প্রজন্মরা আগামী দিনের সুন্দর বাংলাদেশ নির্মাণে বিশেষ ভূমিকা রাখবে। ফুলবাড়ী উপজেলা সাধারণ শিক্ষার্থীর শাওন জানান, বন্যা কবলিত এলাকায় আমরা না যেতে পারলেও আমরা সেখানকার যে হাহাকার করে চিত্র সেটি অনুধাবন করতে পেরে বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে আস-সুন্নাহ ফাউন্ডেশনে পাঠিয়েছি। বন্যা পরিস্থিতির এমন সময়ে এতোটুকু সাহায্য করতে পেরে আমরা শিক্ষার্থীরা গর্বিত।

ফুলবাড়ী যুব মানব সেবা সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হাসান জানান, আমরা সব সময় মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখি, মানুষের যে কোন বিপদে আপদে পাশে গিয়ে দাঁড়ায়, আজ দেশের অনেক জায়গার মানুষ বন্যায় তাদের বাড়িঘর সবকিছু হারিয়েছে, তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য আমারদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা ১০ হাজার ২ শত টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনে পাঠিয়েছি ইনশাআল্লাহ্। ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি নাহিদ হাছান জানান, আমাদের সংগঠনের সকলে অক্লান্ত পরিশ্রম করে ত্রিশ হাজারেরও বেশি ফান্ড সংগ্রহ করেছি। আমারা দ্রুত যোগাযোগ করে বন্যার্তদের মাঝে ফান্ডের টাকা তুলে দিবো, আসুন সকলে আমরা বন্যার্তদের সাহায্য করি।