
নিউজ ডেস্ক:
শেখ হাসিনা ভারত বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।রোববার (২৫ আগস্ট) বিকেলে সিলেট এয়ারপোর্ট এলাকার একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতিবিনিময়ে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম এসময় বলেন, কোনো ষড়যন্ত্রেই আর কাজ হবে না। ১৫ বছরের স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করেছেন।
বিএনপি নেতাকর্মীদের লুটপাট, দখল বিষয়ে প্রশ্ন করলে মির্জা ফখরুল বলেন, যারা এসব অন্যায়ের সাথে জড়িত তারা বিএনপির কেউ নয়। তাদের চিহ্নত করে আইনের হাতে তুলে দিতে হবে।তিনি এসময় আরও বলেন, দেশ গোছাতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.