
নুরুল কবির, সাতকানিয়া, চট্রগ্ৰাম
সাতকানিয়া চল্লিশ নাম্বার আলিনগর শহীদ জামাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মিনহাজ উল্লাহর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।
জানা যায় বিদ্যালয়ের কাজ শেষে রাত্রে সকলের অজান্তে বহিরাগত লোকদের বিদ্যালয় এর রুম ভাড়া দিয়েছে। তারা সেখানে মাদক সেবন থেকে শুরু করে অনৈতিক বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কিছু দুষ্কৃতিকারীদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এক ভিডিও ফুটেছে দেখা যায় একজন রাত্রে প্রবেশ করছে । দপ্তরি মিনহাজ উল্লাকে দায়ী করেন করে করে ।
স্থানীয় মোজাম্মেল হক নাঈম গতকাল ২৫ শে আগস্ট প্রতিবেদককে বলেন, সরকারি প্রাথমিকের দপ্তরি কাম প্রহরীরা বিদ্যালয়ের সম্পদ রক্ষণাবেক্ষণসহ শিক্ষক-শিক্ষার্থীদের নানা কাজে সহযোগিতা করে থাকেন। বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি তাদের পদটি অতি গুরুত্বপূর্ণ।
সেক্ষেত্রে নিয়ম নীতি তোয়াক্কা না করে এলাকার বিরোধী ও অসমাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে এমনকি কেউ না জানে মত স্কুল রুম ভাড়া দিচ্ছে। কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় । শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।
এবিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ন সেন বলেন ছেলেটা আমার দেখা মত ভালো আমি তার খারাপ কিছু দেখিনি স্কুলটি লোকালয়ে হওয়ার কারণে মানুষ যাতায়াত করে আমি আজ থেকে প্রত্যেকটি রুমে থালা লাগিয়ে দেব।
দপ্তরি মিনহাজুল্লাহ বলেন আমি রাত্রে স্কুলে থাকি বারান্দায় কিছু লোক বসে আমি তাদেরকে না বসতে বলি কিচ্ছু লোক তারা আমার সাথে শত্রুতামি করে বলে জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.