
আরিফ হোসাইন:ববি প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে কুমিল্লায় বন্যার্তদের মাঝে খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৬ আগস্ট) কুমিল্লার বুড়িচং দক্ষিণগ্রামসহ বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে খিচুড়ি, শুকনা খাবার, শিশুর খাবার, মোমবাতি, খাবার স্যালাইন, নাপা ট্যাবলেট এবং নারীদের জন্য স্যানিটারি প্যাড বিতরণ করে এই দলটি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও ববি ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, ববি ছাত্রদলের সদস্য মো:আরিফ হোসাইন শান্ত,ববি ছাত্রদল কর্মী আজাইন সাকিব, মো:রিফাত মাহমুদ, সজ্জাত হোসেন, জাফর আলীসহ আরো অনেকে।
জান্নাতুল নওরিন উর্মি বলেন,আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এসেছি।দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে বন্যার্তদের পাশে দাড়াতে হবে। যারা আজ বন্যায় বিপদে আছে তারা আমাদের ভাই -বোন-বন্ধু, আমি সকলের কাছে অনুরোধ করতেছি আপনারা সকলে তাদের পাশে দাড়ান।
সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা এই বিপদ থেকে রক্ষা পাবো। রাজনীতি যেন গনমানুষের অধিকার নিশ্চিত করে, তাই এই চেষ্টা।##
০১৬০৯১০৬১১১
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.