ওমর ফারুক

আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারীতে খালের পানিতে ডুবে জাহিদ হাসান (৭) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।২৬ আগস্ট সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামে এ ঘটনাটি ঘটে। জাহিদ বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র বলে জানা যায়।

সে ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, জাহিদ বাড়ির পাশে খালের পানিতে সাথীদের নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায় সবার অজান্তে গভীর পানিতে সে ডুবে যায়।

পরে পরিবার ও আশেপাশের লোকজন অনেক খোঁজা খুঁজির পর ওই খালের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলাল চন্দ্র রায় তাকে মৃত্যু ঘোষনা করেন। তার অকাল মৃত্যুতে গ্রামে শোকের মাতম সৃষ্টি হয়েছে।